মোদীকে তাঁরই কণ্ঠে জবাব এবার ভোটে, বারাণসীতে প্রার্থী হচ্ছেন কমেডিয়ান শ্যাম

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: নির্বাচন দিয়ে রাজনীতিতে গা ভাসান বহু মানুষ। সেই তালিকায় যুক্ত হতে চলেছেন জনপ্রিয় কমেডিয়ান শ্যাম রঙ্গিলা। তিনি বারাণসীতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে প্রার্থী হবেন। মোদীর গলা নকল করে পরিচিতি পাওয়া শ্যামের নির্বাচনী ভাষণ শুনে অনেকেই যে প্রধানমন্ত্রীর সঙ্গে গুলিয়ে ফেলবেন তাতে কোনও সন্দেহ নেই। বস্তুত সেই কারণে সুখ্যাতি অর্জনের পর বহুবার বিতর্কেও জড়িয়েছেন এই কমেডিয়ান। হয়েছে মামলা-মোকদ্দমাও। তাতে জনপ্রিয়তা বেড়েছে বই কমেনি। ইউটিউবে ১০ লাখ সাবস্ক্রাইবার তাঁর। বলাই বাহুল বারাণসীর ভোটের প্রচার এবার নয়া মাত্রা পাবে।

error: Content is protected !!