মেট্রোর মাধ্য়মে যুক্ত হতে চলেছে নোয়াপাড়া-কলকাতা বিমানবন্দর

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: এবার কলকাতা বিমানবন্দরে নামলেই মিলবে মেট্রো পরিবেষা। মেট্রোর মাধ্য়মে যুক্ত হতে চলেছে নোয়াপাড়া-কলকাতা বিমানবন্দর। কমিশনার অফ রেলওয়ে সেফটির অনুমোদন পেলেই, শুরু হবে এই কাজ। এপ্রিলের মধ্যেই সমাপ্ত হবে এ রুটের সব ক’টি স্টেশনের কাজ। এশিয়ার মধ্যে অন্যতম বৃহৎ আন্ডারগ্রাউন্ড স্টেশন হতে চলেছে জয় হিন্দ বিমানবন্দর স্টেশন। থাকছে ৫টি প্ল্যাটফর্ম, ১২টি এসক্য়ালেটর, ৬টি লিফটের ব্যবস্থা, খবর মেট্রো রেল সূত্রে।

error: Content is protected !!