মুখ্যমন্ত্রী একটা ‘মৃত্যু পরোয়ানা’ ঘোষণা করলেন!

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story:  চাকরিহারা ‘যোগ্য়’ শিক্ষকদের পুনরায় নিয়োগ সংক্রান্ত প্রক্রিয়ার দিকে রাজ্য সরকার কীভাবে এগোবে, তা ইতিমধ্য়েই স্পষ্ট করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। তিনি মূলত দ্বিমুখী পথে এগোনোর বার্তা দিয়েছেন। একদিকে, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে নির্দিষ্ট সময়সীমার মধ্যেই (৩১ মে, ২০২৫) জারি করা হবে পুনরায় পরীক্ষার বিজ্ঞপ্তি। অন্যদিকে, শীর্ষ আদালত রাজ্যের রুজু করা রিভিউ পিটিশনের কী রায় দেয়, সেদিকেও নজর রাখা হবে।মুখ্যমন্ত্রীর বার্তা, চাকরিহারা ‘যোগ্য’রা পরীক্ষা বসার প্রক্রিয়াটুকু অন্তত শুরু করুন। তার মধ্য়েই যদি রিভিউ পিটিশনে আদালত বলে, ‘যোগ্য’দের নতুন করে পরীক্ষা দেওয়ার কোনও দরকার নেই, তাহলে তাঁদের আর পরীক্ষায় বসতে হবে না।

তথ্যাভিজ্ঞ মহল বলছে, শীর্ষ আদালতের নির্দেশ অনুসারে রাজ্য সরকার নতুন করে পরীক্ষা নেওয়ার বিজ্ঞপ্তি জারি করতে বাধ্য। না হলে তারা আদালত অবমাননার দায়ে অভিযুক্ত হয়ে যাবে। কিন্তু, চাকরিহারা ‘যোগ্য’রা মুখ্যমন্ত্রীর এই ঘোষণাকেই ‘মৃত্যুর পরোয়ানা’র সঙ্গে তুলনা করলেন!

তাঁদের কথায়, ‘মুখ্যমন্ত্রীর প্রেস বিবৃতি দেখে আমাদের মনে হল সমস্ত যোগ্য শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের জন্য একটা মৃত্যু পরোয়ানা ঘোষণা করলেন।’এদিন মুখ্যমন্ত্রীর সাংবাদিক বৈঠক শেষ হওয়ার পরই চাকরিহারা ‘যোগ্য’রা সাংবাদিক বৈঠক করেন। সেখানে তাঁরা বলেন, ‘আমরা কখনও চাইনি যে বিজ্ঞপ্তি জারি হোক। মুখ্যমন্ত্রী যে সুপ্রিম কোর্টের রায়ের কথা বললেন, সেখানে এত ডিটেলস নোটিফিকেশন দেওয়ার কথা বলা হয়নি। আমাদের একটা আশঙ্কা ছিল, সরকার আমাদের পরীক্ষার দিকে নিয়ে যেতে চাইছে। ডিটেলস নোটিফিকেশন দেওয়ায়, সেই আশঙ্কা সত্যি যাচ্ছে। আমাদের মনে হচ্ছে, যোগ্যদের ফিরিয়ে আনার ক্ষেত্রে সরকারের সদিচ্ছার অভাব রয়েছে।’গোটা ঘটনায় রাজ্য সরকারের ভূমিকায় প্রবল ক্ষোভ প্রকাশ করেছেন চাকরিহারা ‘যোগ্য’রা। তাঁরা বলেন, ‘৭ বছর চাকরি করার পর আমাদের প্রতি সরকারের যে দায়বদ্ধতা থাকার কথা ছিল, আজকের বিবৃতিতে তা দেখিনি।’

কিন্তু, ‘যোগ্য’রা কেন বসতে চাইছেন না পরীক্ষায়? এই বিষয়ে যুক্তিসহ নিজেদের বক্তব্য পেশ করেছেন তাঁরা। তাঁদের কথায়, ‘সাধারণ পরীক্ষা ও চাকরির পরীক্ষার মধ্যে তফাত রয়েছে। নতুন পরীক্ষার বিজ্ঞপ্তি আমরা চাইনি। শুধুমাত্র বয়সের ছাড়, এটা ন্যায়বিচার হয়নি।’

error: Content is protected !!