📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: জগন্নাথ মন্দিরের (Jagannath Temple in Digha) উদ্বোধনের পর থেকেই দিঘায় ভিড় বেড়েছে পর্যটকদের। আর সেই সুযোগের সদ্ব্যবহার করে একাংশ হোটেল ব্যবসায়ী পর্যটক থুড়ি পুন্যার্থীদের কাছ থেকে লাগাম ছাড়া হোটেল ভাড়া নিচ্ছেন বলে অভিযোগ। শুধুই হোটেলগুলিই নয়, ওল্ড দিঘা নিউ দিঘার মধ্যে চলাচল করা টোটোগুলিও রাতারাতি ২০ টাকার পরিবর্তে ১০০ টাকা করে ভাড়া নিচ্ছে বলে অভিযোগ।
অভিযোগের কথা মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) কানেও পৌঁছেছে। সম্প্রতি নবান্নের বৈঠক থেকে এ ব্যাপারে প্রশাসনকে সতর্কও করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, এরপরই শুরু হয়েছে প্রশাসনিক তৎপরতা। সম্প্রতি এ ব্যাপারে হোটেল মালিকদের সংগঠনের সঙ্গে বৈঠক করেছেন প্রশাসনের কর্তারা। সেখানে পরিষ্কারভাবে জানানো হয়েছে, প্রতিটি হোটেলে ঝুলবে নির্ধারিত ভাড়ার তালিকা। তার বাইরে অতিরিক্ত কোনও ভাড়া নেওয়া যাবে না (big step against the hotel)।