নিজস্ব সংবাদদাতা, Todays Story: প্রেক্ষাগৃহে মুক্তির ২ বছর পর নন্দনে আসছে ‘অপরাজিত’। অনীক দত্তের পরিচালনায়, জীতু কমল, সায়নী ঘোষ অভিনীত এই ছবি তৈরি হয়েছিল কিংবদন্তি চিত্র পরিচালক সত্যজিৎ রায়ের জন্মশতবার্ষিকীতে তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে। সাদা কালোয় তৈরি ছবি ঝড় তোলে সেই সময়। তবে মুক্তির সময় নন্দনে স্থান পায়নি ‘অপরাজিত’।২০২২ সালের ১৩ মে বড়পর্দায় হাজির হয় ‘অপরাজিত’। সত্যজিৎ রায়ের জীবন ও তাঁর কর্মক্ষেত্রে ওঠাপড়ার নানা অধ্যায়কে পর্দায় ফুটিয়ে তোলেন পরিচালক। মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন জীতু কমল। তাঁর স্ত্রীর চরিত্রে অভিনয় করেন সায়নী ঘোষ। সেই সময় গোটা দেশে সাড়া ফেলে এই ছবি। শুধু তাই নয়, এই ছবি পাড়ি দেয় বিদেশেও। তবে ‘অপরাজিত’ তখন স্থান পায়নি নন্দনে। সেই নিয়ে বিস্তর জলঘোলাও হয়েছিল। তবে ২ বছর পর, এখন ছবিটা খানিক অন্যরকম। নন্দনের মূল প্রেক্ষাগৃহ, ‘নন্দন ১’-এ প্রদর্শিত হবে ‘অপরাজিত’। এক ফিল্ম ফেস্টিভ্যালের অংশ হিসেবে প্রদর্শিত হবে এই ছবি। ‘ফেডারেশন অফ ফিল্ম সোসাইটিজ অফ ইন্ডিয়া ইস্টার্ন রিজিয়ন’ আয়োজিত নন্দনে ‘ফিপ্রেস্কি ইন্ডিয়া’-এর সহযোগিতায় একটি চলচ্চিত্র উৎসব হতে চলেছে। সমসাময়িক ভারতীয় ছবির এই চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হবে অনীক দত্তের ‘অপরাজিত’। তিনদিন ধরে চলবে এই চলচ্চিত্র উৎসব। সেখানেই ২৪ এপ্রিল বিকেল ৫টায় প্রদর্শিত হবে ‘অপরাজিত’।
মুক্তির ২ বছর পর অবশেষে নন্দনে ‘অপরাজিত’, কবে-কখন দেখা যাবে?
