নিজস্ব সংবাদদাতা, Todays Story: অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন মুকুল রায়। বৃহস্পতিবার দুপুরে তাঁকে কলকাতায় বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। পরিবার সূত্রে খবর, কয়েকদিন ধরে ঠিক মতো খাওয়াদাওয়া করছিলেন না। তাই দুর্বল হয়ে পড়েন। পরিস্থিতি বিবেচনা করে তাঁকে কলকাতার হাসপাতালে ভর্তি করানোর পরামর্শ দেন চিকিৎসকেরা। সেই পরামর্শ মেনেই কাঁচরাপাড়ার বাড়ি থেকে দুপুরে নিয়ে এসে হাসপাতালে ভর্তি করানো হয়েছে মুকুলকে।