📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: ভোর থেকেই ভক্তদের ঢল, মাতৃমন্দিরে বিশেষ আধ্যাত্মিক সাজ, মা সারদা দেবীর ১৭৩তম জন্মজয়ন্তী উপলক্ষে ভোরের আলো ফুটতেই যেন নতুন প্রাণ ফিরে পেল জয়রামবাটি। মায়ের পবিত্র জন্মভিটে আজ ভক্তসমাগমে উপচে পড়েছে। হাজার হাজার ভক্তের পদচারণায় গোটা গ্রামজুড়ে সৃষ্টি হয়েছে এক অনন্য আধ্যাত্মিক আবহ।
ভোর থেকেই মাতৃমন্দিরে চলেছে বিশেষ পূজা, মঙ্গলধ্বনি, ভক্তিমূলক সংগীত আর জপ-তপের অনুরণন। মায়ের ভিটে ও মাতৃমন্দির আজ সেজে উঠেছে অপূর্ব সাজে—চন্দন, বেলপাতা, ফুলমালা, আলোকসজ্জা এবং ঐতিহ্যবাহী নকশার সমন্বয়ে। ভক্তরা সারাদিন ধরে মায়ের দর্শন, প্রসাদ গ্রহণ এবং পূজা-অর্চনায় অংশ নিচ্ছেন।
জয়রামবাটির প্রতিটি রাস্তা, প্রতিটি মন্দির প্রাঙ্গণ, প্রতিটি কোণ আজ ভক্তিময়তার সাগরে ভাসছে। দূরদূরান্ত থেকে আসা মানুষের ভিড় সামলাতে প্রশাসনও বিশেষ প্রস্তুতি নিয়েছে। পুরো এলাকাজুড়ে নিরাপত্তা ব্যবস্থা, মেডিক্যাল ক্যাম্প এবং বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থাও রাখা হয়েছে।
শুধু জয়রামবাটি নয়, মায়ের স্মৃতিবিজড়িত কামারপুকুর, বেলুড় মঠ ও বাগবাজারেও চলছে জন্মজয়ন্তীর উৎসবের ঢেউ। তবে জয়রামবাটির মাটি আজ যেন আরও একটু বেশি পবিত্র, আরও বেশি আলোয় উদ্ভাসিত—কারণ এখানেই আজ থেকে ১৭৩ বছর আগে জন্মেছিলেন সারদাময়ী মা।
ভক্তদের মতে, “জয়রামবাটিতে এদিন থাকা মানেই আলাদা এক শান্তি, এক আশীর্বাদের অনুভূতি।”
মা সারদার জন্মজয়ন্তী উপলক্ষে এমনই ভক্তিময়, শান্তিপূর্ণ ও মহাসমারোহের পরিবেশে কাটছে আজকের দিনটি।

