📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: দোষ করলে যেমন মা শাসন করেন, বিপদে আপদে তিনিই রক্ষা করেন। যা কিছুই ঘটে যাক না কেন, মায়ের ওপর ভরসা রেখে মুক্তি খোঁজাই এবারের ভাবনা নিউ সন্তোষপুর আদি দুর্গোৎসব কমিটির পুজো উদ্যোক্তাদের। শনিবার সম্পন্ন হল খুঁটি পুজো । সেই সঙ্গে সূচনা হল ২০২৫ সালের দুর্গোৎসবের । এবছর পুজোর ৬৫ তম বর্ষ। ভাবনা – মা তেই মুক্তি। রূপায়ণে রূপম ও অভিষেক। প্রতিমা – উত্তম দে।
খুঁটি পুজোয় পুজো উদ্যোক্তারা ছাড়াও উপস্থিত ছিলেন মেয়র পারিষদ সদস্য ও কাউন্সিলর তারকেশ্বর চক্রবর্তী, নন্দিতা রায়, বিশিষ্ট ক্রীড়াবিদ প্রণব বর্ধন সহ আরো অনেকে।

