“মা” ছবিটি মুক্তি পাওয়ার আগে, দক্ষিণেশ্বর কালী মন্দিরে পূজো দিলেন, অভিনেত্রী কাজল

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: আজ ২২শে মে বৃহস্পতিবার, ঠিক সকাল সাড়ে দশটায়, ” মা” ছবিটি মুক্তি পাওয়ার আগে, দক্ষিণেশ্বরের কালীমন্দিরে আশীর্বাদ প্রার্থনা করে পুজো দিলেন, বলিউড অভিনেত্রী কাজল, “মা “ছবিটি মুক্তি পেতে চলেছে সমস্ত প্রেক্ষাগৃহে ২৭শে জুন। তিনি মন্দির পরিদর্শন এবং আশীর্বাদ গ্রহণের সময় কাজলকে অলৌকিক শাড়িতে একেবারেই অত্যাশ্চর্য রূপে দেখা যাচ্ছিল। তিনি পুজো দিয়ে বলেন এটি আমার অভিনীত সবচেয়ে শক্তিশালী চরিত্র গুলির মধ্যে একটি।


বিশাল ফুরিয়া পরিচালিত এবং সাইউইন কোয়াডাস রচিত , জিও স্টুডিও এবং দেবগন ফিল্মস দ্বারা উপস্থাপিত , অজয় দেবগন এবং জ্যোতি দেশপান্ডে প্রযোজিত, কুমার মঙ্গত পাঠকের সহ প্রযোজনায়, “মা” ছবিটি মুক্তি পেতে চলেছে, “মা’ ছবিতে কাজল ও আরো দুই চরিত্রে রয়েছেন রনিত রায় এবং ইন্দ্রনীল সেনগুপ্ত। তবে ছবিটি মানুষের মন জয় করবে বলে আশা করা যায়। একটি অন্যরকম চিত্র মানুষের মনে ফুটে উঠবে।