📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story:বৃহস্পতিবার মালদায় পরিযায়ী শ্রমিকদের সমস্যা শোনার জন্য সভা করছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এ দিন মঞ্চে তিনি পরিযায়ী শ্রমিদের সঙ্গে কথা বলেন। তাঁদের সঙ্গে মধ্যাহ্নভোজ সারতে পারেন অভিষেক, সূত্রের খবর এমনটাই। সম্প্রতি কেন্দ্রের বিরুদ্ধে তৃণমূলের অভিযোগ ছিল, বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাংলায় কথা বলার জন্য রাজ্যের পরিযায়ী শ্রমিকদের বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে। সেই ইস্যুতে এ দিন সুর চড়াতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, মনে করছে রাজনৈতিক মহল।
মালদায় পরিযায়ী শ্রমিকদের সমস্যার কথা শুনছেন অভিষেক, সুর চড়াবেন কেন্দ্রের বিরুদ্ধে?

