মানুষের ভোটাধিকার কেড়ে নিতে চায় ওরা: মুখ্যমন্ত্রী

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন,‘বিয়ের পর পদবী বদল করছে যারা, তাঁদের নাম আপনারা বাদ দিচ্ছেন। কেউ নিজের বাবার নাম A লিখতে গিয়ে E লিখছে বলে নাম বাদ দিচ্ছেন। বাংলা উচ্চারণ আলাদা, ইংরেজি বানান আলাদা হলে নাম কেটে দিচ্ছে। বলছে ম্যাচ করছে না, নাম কেটে দিচ্ছে। মানুষের ভোটাধিকার কেড়ে নিতে চায় ওরা। এদের কোনও লজ্জা নেই। দালালি করারও একটা লিমিট আছে। এদের ধিক্কার দিলে ধিক্কারও আমাকে ধিক্কার দেয়।’