মাধ্যমিকে প্রথম দশে ছজন, মোবাইল ছিল না বলেই পেরেছে, বলছেন নরেন্দ্রপুরের প্রধান শিক্ষক


📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: মোবাইল ব্যবহার থেকে বিরত রাখা হয় তাঁদের ছাত্রদের। সেটাই সাফল্যের কারণ বলে মনে করছেন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের প্রধান শিক্ষক স্বামী ইষ্টেশানন্দ। মাধ্যমিকের ফলে এবার জয়জয়াকার এই আবাসিক বিদ্যালয়ের।মাধ্যমিকের মেধা তালিকায় প্রথম দশে এবার জায়গা করে নিয়েছে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ৬ ছাত্র। তৃতীয়, ষষ্ঠ, সপ্তম, নবম ও দশম স্থানে রয়েছে মিশনের ছাত্ররা। ৬৯১ পেয়ে মেধা তালিকার তৃতীয় স্থানে জায়গা করে নিয়েছে নৈরিত রঞ্জন পাল। ৬৮৮ পেয়ে অলিভ গায়েন ষষ্ঠ স্থান, ৬৮৭ পেয়ে আলেখ্য মাইতি সপ্তম স্থান দখল করেছে। ৬৮৫ পেয়ে এই আবাসিক স্কুলের দুই ছাত্র ঋতব্রত নাথ ও ঋত্বিক দত্ত নবম স্থানে রয়েছে। ৬৮৪ পেয়ে দশম স্থানে রয়েছে শুভ্রকান্তি জানা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *