📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: মাঝ-আকাশে পাখির সঙ্গে ধাক্কা খেল নাগপুর থেকে কলকাতামুখী বিমান। মঙ্গলবার সকালে ওই বিপত্তির পরেই এয়ার ইন্ডিয়ার ওই বিমানটিকে আবার মহারাষ্ট্রের নাগপুর বিমানবন্দরে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক ভাবে জানা যাচ্ছে, বিমানটিতে ২৭২ জন যাত্রী ছিলেন। যাত্রীদের নিয়ে নিরাপদেই নাগপুরে অবতরণ করে বিমানটি। তবে পাখির সঙ্গে ধাক্কা লাগার ফলে বিমানের নাকের দিকের অংশ স্বল্প ক্ষতিগ্রস্ত হয়েছে বলে স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর।
মাঝ-আকাশে পাখির ধাক্কায় ক্ষতিগ্রস্ত বিমানের একাংশ! কলকাতার উদ্দেশে রওনা হয়েও নাগপুরে ফিরল ইন্ডিগোর বিমান
