মাঝ আকাশে কলম্বো-চেন্নাইগামী এয়ার ইন্ডিয়ার বিমানে বিপত্তি

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: ফের মাঝ আকাশে এয়ার ইন্ডিয়ার বিমানে বিপত্তি। মঙ্গলবার সকালে কলম্বো থেকে চেন্নাইগামী এয়ার ইন্ডিয়ার বিমানে পাখির ধাক্কা লাগে। বিমানে সেই সময়ে মোট ১৫৮ জন যাত্রী ছিলেন। সবাইকে নিরাপদে নামানো হয়েছে বলে জানিয়েছেন বিমানবন্দর কর্তৃপক্ষ। তবে, এই ঘটনার পরে কলম্বো যাওয়ার রিটার্ন ফ্লাইট বাতিল করা হয়েছে।