📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: গত আট বছরে উত্তরপ্রদেশে নারী সুরক্ষা ও ক্ষমতায়নে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন যোগী আদিত্যনাথ। শুধু নারীর নিরাপত্তা নয়, বরং সমাজের মূল স্রোতে নারীকে ফিরিয়ে আনতে যোগী সরকার চালু করেছেন ‘মিশন শক্তি’।
২০১৭ সালের আগে উত্তরপ্রদেশের অবস্থা ছিল অন্যরকম। তখন নারী নির্যাতনের ঘটনা আকছর লেগেই থাকত। গার্হস্থ্য হিংসা, খুন, ধর্ষণের মতো ঘটনা লেগেই থাকত। সেই পরিস্থিতি বদলে দিতে ২০১৭ সালে ক্ষমতায় এসে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ নারী সুরক্ষায় বিশেষ পদক্ষেপ গ্রহণ করেন।