মহাকাশে শরীর দুর্বল হয়! ওষুধ খুঁজছেন শুভাংশু শুক্লা, এই গবেষণায় লাভবান হবে গোটা পৃথিবী

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: মহাকাশে দীর্ঘদিন কাটালে মাংসপেশির ক্ষমতা কমে যেতে পারে। এই সমস্যারই সমাধান খুঁজছেন ভারতীয় বায়ুসেনার (Indian Air Force) গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা (Shubhanshu Shukla)। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (ISS) পৌঁছনো প্রথম ভারতীয় হিসাবে ইতিহাস তৈরি করেছেন তিনি। ইলন মাস্কের (Elon Musk) সংস্থা অ্যাক্সিয়ম স্পেসের মিশন ৪-এ অংশ নিয়েই এই কৃতিত্ব এসেছে তাঁর ঝুলিতে।

বিশেষজ্ঞরা বলছেন, এই গবেষণা গোটা পৃথিবীর জন্য গুরুত্বপূর্ণ। কারণ, মহাকাশে যাঁরা দীর্ঘ সময় থাকেন বা পৃথিবীতে যাঁরা বয়সজনিত কারণে পেশিশক্তি হারান, তাঁদের চিকিৎসার পথ খুলে দিতে পারে এই পরীক্ষা।
শুভাংশু জানিয়েছেন, ‘আমরা যখন মহাকাশে যাই, তখন মাধ্যাকর্ষণ থাকে না, ফলে শরীরের ওপর কোনও চাপও থাকে না। সেই জন্যই পেশির শক্তি কমে যেতে থাকে। আমি পরীক্ষা করছি যদি কোনও সাপ্লিমেন্ট দেওয়া হয়, তাহলে সেটা এই সমস্যা দূর করতে পারবে।” প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) সঙ্গে মহাকাশ থেকেই ভিডিও বার্তা চলাকালীন এই গবেষণার গুরুত্ব ব্যাখ্যা করেছিলেন তিনি।

জাপানি ল্যাব কিবোর লাইফ সায়েন্স গ্লোভবক্সে এই পরীক্ষা করছেন শুভাংশু (Shubhanshu Shukla)। সেখানে তিনি ‘মাসল স্টেম সেল কালচার’ পর্যবেক্ষণ করছেন। এই ‘স্টেম সেল’ গবেষণা ভবিষ্যতে মহাকাশচারীদের দীর্ঘ সময়ের জন্য সুস্থ রাখার পথ দেখাবে। এই গবেষণা কিন্তু শুধু মহাকাশের জন্য নয়, পৃথিবীতেও এর বড় প্রভাব পড়তে পারে। যেমন, বয়সের কারণে বা অসুস্থতার জন্য যাঁদের পেশি দুর্বল হয়ে যাচ্ছে, তাঁদের ক্ষেত্রেও এই চিকিৎসা কাজে লাগতে পারে।

error: Content is protected !!