📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: সম্প্রতি জম্বু কাশ্মীরের পহেলগাঁওয়ে ২৬ জন পর্যটকের গণহত্যার প্রতিবাদ জানিয়ে ও শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে পথে নামল দক্ষিণ কলকাতা সাংগঠনিক জেলা বিজেপির যুব মোর্চা। বৃহস্পতিবার সন্ধ্যায় মশাল হাতে মিছিলে হাঁটেন জেলা সভাপতি অনুপম ভট্টাচার্য, যুব মোর্চার প্রেসিডেন্ট ডঃ ইন্দ্রনীল খাঁ সহ দক্ষিণ কলকাতা বিজেপির সাংগঠনিক জেলার নেতা – কর্মীরা। বেহালা থানা থেকে অশোকা সিনেমা হল পর্যন্ত মশাল মিছিল করা হয় দক্ষিণ কলকাতা বিজেপির তরফে। যেভাবে হিন্দুদের টার্গেট করে হত্যা করা হয়েছে তার তীব্র নিন্দা ও ধিক্কার জানান অনুপম বাবু। Todays Story কে তিনি বলেন, “আমাদের ভারত সরকার ও সেনা বাহিনীর ওপর পূর্ণ আস্থা আছে। মোদী খুব তাড়াতাড়ি পাল্টা ব্যবস্থা করবেন বলে আমরা আশাবাদী। “
মশাল হাতে পহেলগাঁওয়ে হিন্দু হত্যার প্রতিবাদ জানালো দক্ষিণ কলকাতা বিজেপি যুব মোর্চা
