ময়ূরেশ্বরে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল ছেড়ে নওশাদ সিদ্দিকীর হাত শক্ত করলেন ৫০ জন

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story:  ১১ আগস্ট ময়ুরেশ্বর বিধান সভার, ময়ুরেশ্বর ২ নাম্বার ব্লকের কানুটিয়া গ্রামে ISF এর কর্মীসভা হয়,
এই কর্মীসভায় কানুটিয়া গ্রামের এবং কলেশ্বর পঞ্চায়েতের প্রায় ৫০ জন তৃণমূলের নেতৃত্ব সহ তৃণমূল কর্মী তারা বীরভূম জেলার ISF নেতা জসিমের হাতধরে
তৃণমূল ছেড়ে ISF এ যোগদান করলো।ISF নেতা জসিম জানান, ‘এখন প্রায় আমাদের কর্মী সভা হচ্ছে এবং এই বিধানসভায় হাজার হাজার তৃণমূল কর্মী আমাদের ISF এ যোগদান করার জন্য যোগাযোগ করছে খুব শীঘ্রই আমরা বড় সভা করবো আগামী ২৬ শে আমরা প্রার্থী দেবো জনগণ ISF কে ভোট দিবে।
কারণ জনগণ বলছে এবার বদল চাই।’