মমতা-প্রশাসনের আমন্ত্রণ, দিঘায় জগন্নাথ মন্দির দর্শনে সস্ত্রীক যেতে চান দিলীপ ঘোষ

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story:  বুধবার দিঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন (Jagannath temple inauguration at Digha) অনুষ্ঠানে আমন্ত্রিত বিজেপি নেতা দিলীপ ঘোষ (BJP leader Dilip Ghosh)। রাজ্যের মুখ্যসচিব এবং হিডকোর (HIDCO) এক শীর্ষ আধিকারিক তাঁকে উদ্বোধন অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়ে চিঠি পাঠিয়েছেন। মঙ্গলবার রাতে দিলীপ ঘোষ বলেন, ‘আমন্ত্রণ তো রক্ষা করা উচিত। আমি যাব না বলিনি। যেতে চাই। তবে যেতে পারব কি না এখনই নিশ্চিত করে বলতে পারছি না।’ তিনি জনান, বুধবার দুপুরে হাওড়ায় একটি ধর্মীয় অনুষ্ঠানে সস্ত্রীক থাকবেন বলে আগেই উদ্যোক্তাদের কথা দিয়েছেন। সেখান থেকে দিঘা যাওয়ার চেষ্টা করবেন। 

ওয়াকিবহাল মহল মনে করছে, রাজনীতির অঙ্ক মেনেই জগন্নাথ মন্দির উদ্বোধনের দিন সেখানে হাজির থাকার চেষ্টা করছেন দিলীপ। আমন্ত্রণ প্রত্যাখ্যান করলে তৃণমূল তাঁকে রাজনৈতিকভাবে আক্রমণের আরও সুযোগ পেয়ে যাবে, মনে করছেন তিনি।

error: Content is protected !!