মন্মথপুরে শ্রাবণের শেষ সোমবারে সঙ্ঘেশ্বরজী মন্দিরে ভক্তদের উপচে পড়া ভিড়

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: শ্রাবণ মাসের শেষ সোমবার উপলক্ষে কাকদ্বীপের মন্মথপুরে বাবা সঙ্ঘেশ্বরজী মন্দিরে শিবলিঙ্গে জল ঢালতে আজ ভোর থেকেই উপচে পড়া ভিড়। শিবাবতার আচার্য শ্রীমৎ প্রণবানন্দজী মহারাজের ভাবনা থেকে প্রতিষ্ঠিত এই শিবমন্দির ভারত সেবাশ্রম সঙ্ঘের গ্রামীণ সেবাকেন্দ্র মন্মথপুর প্রণব মন্দিরের উদ্যোগে গড়ে উঠেছে।

কালনাগিনী নদীর তীরে অবস্থিত এই মন্দির ধীরে ধীরে ভক্তদের কাছে স্থানীয় তারকেশ্বরের মর্যাদা পাচ্ছে। এদিন মহা রুদ্রাভিষেক ও শিবযজ্ঞের আয়োজন হয়, সকাল থেকে মন্দির প্রাঙ্গণ মুখরিত হয় মন্ত্রোচ্চারণ ও ঘণ্টাধ্বনিতে।

স্থানীয় বাসিন্দা থেকে দূর-দূরান্তের ভক্তরা ভক্তিময় এই উৎসবে অংশ নেন। আয়োজকদের মতে, এ ধরনের ধর্মীয় অনুষ্ঠান ভক্তদের আধ্যাত্মিক তৃপ্তির পাশাপাশি সমাজের ঐক্য ও কল্যাণে বিশেষ ভূমিকা রাখে।