📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: রাজ্য সরকারের প্রশাসনিক স্তরে গুরুত্বপূর্ণ রদবদল। তথ্যপ্রযুক্তি (আইটি) দফতরের অতিরিক্ত সচিব পদ থেকে অব্যাহতি করা হল আইপিএস অফিসার রাজীব কুমারকে। রাজ্যপালের অনুমোদন সাপেক্ষে ওই দায়িত্ব দেওয়া হয়েছে আইএএস অফিসার অনুপকুমার আগরওয়ালের হাতে। তবে রাজ্য পুলিশের ভারপ্রাপ্ত ডিজি পদে আগের মতোই থাকছেন রাজীব।
২০১৯ সালের ডিসেম্বর মাসে রাজ্যের অতিরিক্ত ডিজি (সিআইডি) পদে থাকাকালীন রাজীব কুমারকে হঠাৎ করেই তথ্যপ্রযুক্তি দফতরের অতিরিক্ত সচিবের দায়িত্ব দেওয়া হয়। প্রশাসনিক রীতিনীতি অনুযায়ী, ওই পদ সাধারণত এক জন আইএএস অফিসারের জন্য নির্ধারিত ‘ক্যাডার পোস্ট’ হিসেবেই স্বীকৃত। ফলে রাজীব কুমারের ওই পদে নিয়োগ স্বাভাবিক ধারার ব্যতিক্রম হিসেবে নজরে আসে প্রশাসনিক মহলে। তৎকালীন পরিস্থিতিতে একে রাজনৈতিক গুরুত্বসম্পন্ন পদক্ষেপ হিসেবেও ব্যাখ্যা করেছিলেন অনেকে।