মনের ভিতর বাসা বেঁধেছে ভয়, ফেরেনি নিরাপত্তার আশ্বাস! এয়ার ইন্ডিয়ার বুকিং কমে গিয়েছে ৩০%

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: আমদাবাদে লন্ডনগামী এয়ার ইন্ডিয়া বিমান ভেঙে পড়ে মর্মান্তিক দুর্ঘটনার পরে কেটেছে এক সপ্তাহ। দেশজুড়ে শোক এবং উদ্বেগের ছায়া এখনও মেলায়নি। ঘটনার দিন থেকে এখনও পর্যন্ত সোশ্যাল মিডিয়া ও সংবাদমাধ্যমে দুর্ঘটনার ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ছে ক্রমাগত। ফলে স্বাভাবিকভাবেই, বহু মানুষ বিমানে যাত্রা নিয়ে আতঙ্কে ভুগতে শুরু করেছেন।

এর ফলে দুর্ঘটনার ছ’দিনের মধ্যে এয়ার ইন্ডিয়ার ফ্লাইট বুকিং ৩০-৩৫% কমে গেছে বলে খবর। ব্লু স্টার এয়ার ট্র্যাভেল সার্ভিসেস (ইন্ডিয়া) প্রাইভেট লিমিটেড-এর কর্ণধার মাধব ওঝা জানিয়েছেন, ‘নতুন বুকিং-এ ৩০-৩৫ শতাংশ হ্রাস দেখছি। এর পিছনে একদিকে যেমন বিমান দুর্ঘটনার প্রভাব আছে, তেমনই ইজরায়েল-ইরান সংঘাতের পরিস্থিতিও প্রভাব ফেলেছে।’