মধ্য রাতে রাজ্যসভাতেও পাশ ওয়াকফ সংশোধনী বিল, আইনে পরিণত হবে কবে? কী কী বদলাতে চলেছে?

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: ২ ঘণ্টার ম্যারাথন আলোচনা, ফল মিলল অবশেষে। লোকসভার পর রাজ্যসভাতেও পাশ হয়ে গেল ওয়াকফ সংশোধনী বিল। এই বিলের পক্ষে পড়ল ১২৮টি ভোট। বিপক্ষে ভোট পড়ল ৯৫টি। নতুন আইন প্রণয়ন হতে আর কোনও সমস্যা রইল না। এবার এই বিলে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু স্বাক্ষর করলেই তা আইনে পরিণত হবে।
বুধবার রাত ২টোয় লোকসভায় পাশ হয়েছিল ওয়াকফ সংশোধনী বিল। এই বিলের পক্ষে ২৮৮ জন সাংসদ ভোট দিয়েছিলেন, বিপক্ষে পড়েছিল ২৩২টি ভোট। পরের দিন, বৃহস্পতিবারই রাজ্য়সভায় এই বিল পেশ করা হয়। দুপুর ১টা থেকে ওয়াকফ বিল নিয়ে আলোচনা শুরু হয়। ৮ ঘণ্টা সময় নির্ধারণ করা হয়েছিল ওয়াকফ সংশোধনী বিলের আলোচনার জন্য, কিন্তু সেই আলোচনা যখন শেষ হল, তখন ঘড়ির কাটা রাত ১টা পার করে গিয়েছে।
কেন্দ্রের তরফে জানানো হয়েছে, ওয়াকফে ২২ জন সদস্যের মধ্যে মাত্র ৪ জন অ-মুসলিম প্রতিনিধি থাকবে।

error: Content is protected !!