📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: শনিবার ভোরা-রাতে দক্ষিণ কলকাতার ঠাকুরপুকুর (Thakurpukur) এলাকায় ঘটে গেল এক এমন ঘটনা (Accident), যা রাতারাতি আলোড়ন ফেলে দিয়েছে টলিউড (Tollywood) ও শহরবাসীর মধ্যে। রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষ হঠাৎই লক্ষ্য করেন, প্রচণ্ড গতিতে ছুটে আসা একটি কালো রঙের বিলাসবহুল গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়ল বাজারে, উঠে গেল ফুটপাথে। মুহূর্তের মধ্যেই আহত হন সাত থেকে আটজন পথচারী। আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়।
প্রত্যক্ষদর্শীদের দাবি, গাড়িটি অত্যন্ত দ্রুত গতিতে আসছিল এবং আচমকাই তার দিক হারিয়ে মানুষকে ধাক্কা মারতে শুরু করে। এই ঘটনার সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয় আহতদের। জানা গেছে, গুরুতর জখম বেশ কয়েকজনের। রাতের শহরে এমন ঘটনায় ভয় ও ক্ষোভ—দুটোই দানা বাঁধছে স্থানীয়দের মধ্যে। ঘটনাস্থলে দ্রুত ছুটে আসে পুলিশ এবং শুরু হয় তদন্ত। সিসিটিভি ফুটেজ সংগ্রহের পাশাপাশি প্রত্যক্ষদর্শীদের বয়ান সংগ্রহ করা হয়। প্রশ্ন উঠছে, কী কারণে এমন মারাত্মক গাফিলতি?