নিজস্ব সংবাদদাতা, Todays Story: মজুরি বৃদ্ধি-সহ একাধিক দাবিতে ৯ জুলাই বাম শ্রমিক সংগঠনের ধর্মঘটের ডাক। ধর্মঘটের দিন সরকারি কর্মীদের হাজিরা নিয়ে কড়া নির্দেশ নবান্নের । ‘৯ জুলাই অফিসে হাজিরা দিতেই হবে, গরহাজিরায় শোকজের নোটিস’। গরহাজিরার জবাব সন্তোষজনক না হলে কাটা যাবে একদিনের কর্মদিবস।
মজুরি বৃদ্ধি-সহ একাধিক দাবিতে ৯ জুলাই বাম শ্রমিক সংগঠনের ধর্মঘটের ডাক
