মঙ্গলে বঙ্গজুড়ে অস্বস্তিকর গরম, বুধে বৃষ্টির আশঙ্কা?

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে অস্বস্তিকর ও গরম আবহাওয়া থাকবে। কলকাতা-সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বাকি জেলায়ও গরম ও অসহ্যকর আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিস সূত্রের খবর, বুধবার থেকে রাজ্যে আবহাওয়া বদলাতে শুরু করবে। বুধবার থেকে শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির সম্ভাবনা বাড়বে। ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং হাওড়া জেলায়। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

error: Content is protected !!