মঙ্গলে নিম্নচাপ তৈরি, বুধে ভারী বৃষ্টি বাংলায়!

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: আগামী মঙ্গলবার নাগাদ পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরের উপরে একটি নিম্নচাপ তৈরি হতে পারে। যা পরবর্তী দু’দিনে আরও সুস্পষ্ট হয়ে উঠবে। সেটার প্রভাবে আগামী বুধবার থেকে পশ্চিমবঙ্গের উপকূলীয় অঞ্চলগুলিতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে। তবে সেই সুস্পষ্ট নিম্নচাপ আরও শক্তি বাড়িয়ে অতি গভীর নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে পরিণত হবে কিনা, তা এখনও জানানো হয়নি।এমনিতে আজ ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে কমলা সতর্কতা জারি করা হয়েছে। ওই জেলাগুলিতে ঘণ্টায় ৫০-৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। পশ্চিম মেদিনীপুরের একটি বা দুটি অংশে ভারী বৃষ্টি (৭০ মিলিমিটার থেকে ১১০ মিলিমিটার) হবে। বাকি তিনটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
আজ দক্ষিণবঙ্গের বাকি ১০টি জেলায় (কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ এবং নদিয়া) হলুদ সতর্কতা জারি করা হয়েছে। ওই জেলাগুলির একটি বা দুটি অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। সেইসঙ্গে ঝোড়ো হাওয়াও বইতে পারে। ঝড়ের বেগ থাকতে ঘণ্টায় ৪০-৫০ কিমি।

error: Content is protected !!