📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story:মকর সংক্রান্তিতে পুণ্যস্নান করতে মানুষের ভিড় জয়দেব কেন্দুলির অজয় নদে। মঙ্গলবার থেকে এই নদের পাড়েই শুরু হয়েছে জয়দেব মেলা। সাধারণ মানুষের পাশাপাশি ভিড় করেছেন বাউল ফকিররাও। মেলার জন্য মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। রয়েছে সিসিটিভিও। স্নানের জন্য হিংলো জলাধার থেকে ছাড়া হয়েছে ২০০০ কিউসেক জল।
মকর সংক্রান্তিতে পুণ্যস্নানের ভিড় জয়দেব কেন্দুলির অজয় নদে

