ভোট এলেই দুর্যোধন-দুঃশাসনরা বাংলায় আসেন: মুখ্যমন্ত্রী

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: মুখ্যমন্ত্রী বলেন, ‘ভোট এলেই দুর্যোধন-দুঃশাসনরা বাংলায় আসেন। শকুনি মামার চেলারা ঘুরছে চারিদিকে। এখন বলছে আমি নাকি জমি দিই না। আমি জমি না দিলে ECL-এর কাজ হতো? পানাগড়, অন্ডাল, পেট্রোপোল, তারকেশ্বর- এসবের জমি কে দিয়েছে। যা দিয়েছি ওই কাজগুলো আগে করুন। আমি BSF-এর বিরুদ্ধে নই। শুধু নিরপেক্ষ ভাবে কাজ করুন।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *