ভোটের মধ্যেই গেরুয়া ফিরল রোহিতদের জার্সিতে, ধেয়ে এল বিতর্কও


📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: লোকসভা ভোটের আগে ভারতের জার্সিতে ফিরল গেরুয়া। টি ২০ বিশ্বকাপে ভারতীয় দলের জার্সি প্রকাশ্যে এল। অভিনবভাবে জার্সির আত্মপ্রকাশ ঘটেছে। ধর্মশালায় হেলিকপ্টার থেকে একটি হ্যাঙ্গারে ভারতের জার্সি ঝুলতে দেখা গিয়েছে।ওই জার্সিতে নীলের সঙ্গে গেরুয়া মিশেছে। জার্সির দুটি হাতে গেরুয়া রয়েছে। এমনকী জার্সির বর্ডারেও গেরুয়া রয়েছে। তিনটি স্ট্রাইপ রয়েছে জার্সিতে। এই জার্সির সঙ্গে অনেকে ২০১১ বিশ্বকাপের জার্সির মিল পেয়েছেন। তবে বিতর্কও রয়েছে। বোর্ডের কোনও কর্তা জার্সির ছবি লিক করে দিয়েছিলেন। সেই জার্সি ভাইরাল হয়ে যায়। জার্সি প্রস্ততকারী সংস্থা অ্যাডিডাস তারপরে জার্সির আদল বদলে দিয়েছে, এমনটিও বোর্ড সূত্রে জানা গিয়েছে।

error: Content is protected !!