📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story:‘দেশজুড়ে ‘বিশেষ নিবিড় সংশোধন’ বা SIR করানো আমাদের বিশেষ অধিকার। শীর্ষ আদালত তাতে হস্তক্ষেপ করতে পারে না।’ শীর্ষ আদালতে হলফনামা দিয়ে এমনটাই জানানো হল নির্বাচন কমিশনের তরফে। স্পষ্ট ভাষায় কমিশনের তরফে জানানো হয়েছে, ‘শীর্ষ আদালত এই বিষয়ে কমিশনকে কোনও নির্দেশ দিতে পারে না। যদি দেয় তবে সেটা কমিশনের অধিকারের উপর হস্তক্ষেপ।’
‘ভোটার তালিকা তৈরির এক্তিয়ার শুধু আমাদের’, সুপ্রিম হস্তক্ষেপের বিরোধিতা কমিশনের
