ভোটার তালিকায় কারচুপির অভিযোগ, সাসপেন্ড ৫ আধিকারিক

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: ভোটার তালিকায় কারচুপির অভিযোগে বড় পদক্ষেপ নিল জাতীয় নির্বাচন কমিশন। অভিযোগের প্রেক্ষিতে দুইজন ডব্লিউবিসিএস আধিকারিক-সহ মোট পাঁচজনকে সাসপেন্ড করা হয়েছে। পাশাপাশি অভিযুক্তদের বিরুদ্ধে এফআইআর দায়েরের নির্দেশ দেওয়া হয়েছে কমিশনের পক্ষ থেকে। নির্বাচন কমিশন সূত্রে খবর, ঘটনাটি নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে এবং প্রমাণের ভিত্তিতে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হতে পারে।