ভোটপ্রচারের মাঝেই অসুস্থ কৃষ্ণনগরের বিজেপি প্রার্থী, ‘রাজমাতা’কে বিশ্রামের পরামর্শ চিকিৎসকদের

নিজস্ব সংবাদদাতা, Todays Story: আচমকা অসুস্থ হয়ে পড়েছেন কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অমৃতা রায়। চিকিৎসকরা তাঁকে বিশ্রামের পরামর্শ দিয়েছেন। জানা গিয়েছে, প্রবল গরমের মধ্যে টানা প্রচারের জন্যই অসুস্থ হয়ে পড়েছেন কৃষ্ণনগরের ‘রাজমাতা’। তাঁর বেশ কিছু পরীক্ষা নিরীক্ষাও হয়েছে।রাজ পরিবারের পক্ষ থেকে অমৃতাদেবীর পুত্র মণীশচন্দ্র রায় জানিয়েছেন, চড়া রোদের মধ্যে একটানা প্রচারের ফলেই অসুস্থ হয়ে পড়েছেন বিজেপি প্রার্থী। তবে বিশেষ চিন্তার কিছু নেই। রবিবার অমৃতার ফোন বন্ধ ছিল৷ দলের শীর্ষ নেতৃত্ব ছাড়া কারও সঙ্গে কথা বলেননি তিনি।তীব্র গরমে নাজেহাল অনেক প্রার্থীই। বসিরহাটের যুযুধান তৃণমূল প্রার্থী হাজি নুরুল ইসলাম এবং বিজেপির রেখা পাত্র- দুজনেই অসুস্থ হয়ে পড়েছিলেন

error: Content is protected !!