নিজস্ব সংবাদদাতা, Todays Story: ভূপতিনগরে বাজি নিয়ে বিস্ফোরণ। হাই কোর্টের নির্দেশে তদন্ত করতে যান ইডি আধিকারিকরা। সন্দেশখালির পর ভূপতিনগরে NIA আধিকারিকদের উপর হামলা করে অভিযোগ ওঠে গ্রামবাসীদের বিরুদ্ধে। বালুরঘাটের সভায় মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিলেন, গ্রামের মেয়েরা কিছু করেনি।এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “ভূপতিনগরে হামলা হয়েছে। হামলাটা মেয়েরা করেনি। হামলা করেছে NIA। কোথায় একটা চকোলেট বোমা ফেটেছিল ২০২২ সালে। মধ্যরাতে গিয়ে যদি অত্যাচার করে আর গ্রামের মানুষ বসে থাকবে? শাখা পলা পরে বসে থাকবে না মাথায় ঘোমটা পরে বসে থাকবে! তারা কি তাদের ইজ্জত, সম্মান রক্ষা করবে না। তুমি রাতের বেলায় ঢুকে যাবে বাড়ি বাড়ি।”.