নিজস্ব সংবাদদাতা, Todays Story: ভূপতিনগরে NIA-র উপর হামলা গ্রেফতার ২ অভিযুক্ত ভূপতিনগরে বিস্ফোরণ কাণ্ডের তদন্তে ২ অভিযুক্তকে গ্রেফতার করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তাঁদের নাম বলাই মাইতি এবং মনোব্রত জানা। তাঁদের কলকাতায় নিয়ে আসা হচ্ছে। তারপরেই জেরা শুরু করা হবে। ঘটনায় দুই NIA আধিকারিক আহত হয়েছেন। ২০২২ সালের ২ ডিসেম্বর ভূপতিনগরে বিস্ফোরণ হয়। সেসময় তিনজনের মৃত্যু হয়। আদালতের নির্দেশে ওই ঘটনার তদন্তভার নেয় NIA। এবার শুক্রবার মাঝরাতে ভূপতিনগরে তদন্তে গিয়ে বিক্ষোভের মুখে পড়তে হয় তদন্তকারী সংস্থার গোয়েন্দাদের সূত্রের খবর, আগেই বলাই মাইতি ও মনোব্রত জানাকে তলব করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কিন্তু হাজিরা দেননি তিনি। তাঁদের খোঁজে গিয়েই বিক্ষোভের মুখে পড়েন তদন্তকারীরা।
ভূপতিনগরে NIA-র উপর হামলা, ২ অভিযুক্তকে গ্রেফতার
