ভূপতিনগরে NIA-এর উপর হামলার অভিযোগ, রিপোর্ট তলব রাজ্যপালের

নিজস্ব সংবাদদাতা, Todays Story: পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে NIA-এর উপর হামলার অভিযোগ। এবার রাজ্যের কাছে রিপোর্ট চাইলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। জেলা পুলিশ সুপারের কাছেও রিপোর্ট চেয়ে পাঠিয়েছে রাজভবন।রাজভবন সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতেই রাজ্যের কাছে রিপোর্ট তলব করা হয়েছে। এর আগে হামলা নিয়ে NIA কর্তাদের সঙ্গেও কথা বলেন রাজ্যপাল। কোন ঘটনার তদন্তে NIA ঘটনাস্থলে গিয়েছিল, সেখানে কীভাবে তাঁদের উপর হামলা হয়, সবই পুঙ্খানুপুঙ্খ তথ্য সংগ্রহ করেন রাজ্যপাল। সব জানার পর নবান্নের কাছে রিপোর্ট চান রাজ্যপাল।শনিবার সকালে ২জনকে আটক করার সময় NIA আধিকারিকদের গাড়িতে হামলা করে বলে অভিযোগ গ্রামাবাসীদের একাংশের বিরুদ্ধে। গ্রামের মহিলারা তদন্তকারীদের ঘেরাও করে বিক্ষোভ দেখান বলে অভিযোগ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *