ভিসার মেয়াদ শেষের পরেও ভারতে বসবাস, ডানকুনিতে গ্রেফতার বাংলাদেশি যুবক

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: ভিসার মেয়াদ শেষ হয়ে গেলেও ভারতে বসবাস করছিলেন এক যুবক। ডানকুনিতে গ্রেফতার ওই বাংলাদেশি নাগরিককে। গোয়েন্দা বিভাগের তথ্য পেয়ে ডানকুনির মনোহরপুর এলাকা থেকে গ্রেফতার করা হয় মহম্মদ সাহাদাত হোসেনকে। শুক্রবার তাকে শ্রীরামপুর আদালতে পেশ করা হয়।

পুলিশ সূত্রে খবর, বাংলাদেশের সাতক্ষীরার বাসিন্দা সাহাদত হোসেন। ২০২০ সালে টুরিস্ট ভিসায় ভারতে এসেছিলেন। তিন মাসের ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও ভারতেই থেকে যায় সে। ডানকুনির মনোহরপুরে একটি ভাড়া বাড়িতে থাকত সাহাদাত হোসেন। দিন মজুরের কাজ করত।