📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: সম্প্রতি ‘আমার বস’ ছবির ট্রেলার প্রকাশ অনুষ্ঠান উপলক্ষে কলকাতায় এসেছেন সাতের দশকের বলিউড ক্রাশ রাখী গুলজার। সেদিন সন্ধ্যায় সিনেমা এবং নিজের কেরিয়ার নিয়ে নানা কথার মাঝে এ কথাও তাঁকে বলতে শোনা যায়, “আমার মনে আছে রাধু বাবুর চায়ের দোকানের কথা। আমার মনে আছে কলকাতার রাস্তাঘাট। বিধান চন্দ্র রায়ের সঙ্গে আমি দেখা করেছি। এখানে চাং ওয়া নামে একটা রেস্তোরাঁ আছে। আমার মনে আছে সব। ভুলিনি কিছুই।”

এরপর রবিবারের বিকেলে চেনা কলকাতায় দেখা মিলল তাঁর। তবে, এক নয়, সদলবলে। টিম ‘আমার বস’-এর সঙ্গে। ভিক্টোরিয়ার সামনে শ্রুতি দাস, উমা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে পাল্লা দিয়ে ফুচকা খেলেন বলিউডের শর্মিলি। তবে, দুটো খাওয়ার পরেই কড়া নিষেধাজ্ঞা জারি করলেন শিবপ্রসাদ মুখোপাধ্যায়। বললেন, “আর নয়। অনেক হয়েছে।”