📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: ক্রমশ উন্নতির দিকে তমলুকের বিজেপি সাংসদ তথা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের শারীরিক অবস্থা। সূত্রের খবর, দিল্লির এইমসে (AIIMS) চিকিৎসাধীন অভিজিৎবাবুকে শনিবার রাতে আইসিইউ থেকে সরিয়ে জেনারেল বেডে স্থানান্তর করা হয়েছে। তাঁর শারীরিক পরিস্থিতি আগের থেকে অনেকটাই স্থিতিশীল বলে জানাচ্ছেন চিকিৎসকরা।
শুক্রবার কলকাতা থেকে এয়ার অ্যাম্বুল্যান্সে করে তাঁকে নিয়ে যাওয়া হয় দিল্লিতে। ভর্তি করা হয় এইমসের আইসিইউতে। গঠন করা হয় একটি মেডিক্যাল বোর্ড। শুরু হয় চিকিৎসা। শরীরে জমে থাকা তরল বার করার চেষ্টা করেন চিকিৎসকরা। পরে জানানো হয়, শরীর থেকে ফ্লুইড বার করার পরই অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। তবে এখনই তাঁকে হাসপাতাল থেকে ছাড়ার সম্ভাবনা নেই। দীর্ঘ চিকিৎসাপদ্ধতির মধ্যে দিয়ে যেতে হতে পারে সাংসদকে।