ভারী বৃষ্টির পূর্বাভাস, স্থগিত অমরনাথ যাত্রা

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: জম্মু বেস ক্যাম্পে ভারী বৃষ্টির পূর্বাভাস স্থগিত অমরনাথ যাত্রা। বালতাল রুটে বুধবারই ধসের কারণে এক মহিলা তীর্থযাত্রীর মৃত্যু হয়েছে। জখম হয়েছেন তিন জন। গত ৩ জুলাই খোলা হয় অমরনাথ যাত্রার রুট।