ভারত বাংলাদেশ সীমান্তে আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেফতার ১ দুষ্কৃতী

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: গোপন সূত্রে খবর পেয়ে গত রাতে হিঙ্গলগঞ্জের ভারত বাংলাদেশ সীমান্তের ১৩ নম্বর স্যান্ডেলবিল এলাকায় অভিযান চালিয়ে শফিকুল গাজী নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেন হিঙ্গলগঞ্জ থানার ভারপ্রাপ্ত আধিকারিক সঞ্জীব সরকার ও তাঁর দল। ধৃতের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি উদ্ধার হয়েছে। আজ তাকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হয়। ঘটনার নেপথ্যে কোনো বড় চক্র রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।