ভারত ও বাংলাদেশ সীমান্তে নজরদারি বাড়াচ্ছে বিএসএফ জেলা প্রশাসন, পর্যটকদের ঢল টাকিতে

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার টাকি পর্যটন কেন্দ্রে বড়দিনের আগেই পর্যটকদের ঢল নেমেছে। ভারত-বাংলাদেশ সীমান্তে এই পর্যটন কেন্দ্র হওয়ায় বর্তমান পরিস্থিতির কারণে এখানে রয়েছে বাড়তি সর্তকতা। ইতিমধ্যে জেলা প্রশাসন ও বিএসএফের তরফ থেকে সুন্দরবনের সীমান্তের নদীগুলোতেও বাড়তি সতর্কতা জারি করা হয়েছে। রবিবার সকাল থেকে রাজ্য ছাড়িয়ে ভিন রাজ্যের বিভিন্ন বহু পর্যটকেরাও সেখানে আসছেন বলে খবর।