‘ভারতে হামলা করলে পাতালে লুকিয়েও পার পাবে না’, হুঙ্কার মোদীর

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: ‘অপারেশন সিঁদুরে’ ভারত রুদ্র রূপ দেখেছে গোটা বিশ্ব। শনিবার বারাণসী থেকে এমনই দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হুঙ্কারের সুরে তিনি বলেন, ‘ভারতে হামলা করলে পাতালে লুকিয়েও পার পাবে না।’