‘ভারতের সঙ্গে লড়তে যেও না…’ আগেভাগেই পাক প্রধানমন্ত্রী শাহবাজকে বুঝিয়ে দিলেন দাদা নওয়াজ শরিফ

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: বর্তমানে পাকিস্তানের প্রধানমন্ত্রী পদে থাকলেও, ছোট ভাই শাহবাজ শরিফের থেকে অনেক বেশি অভিজ্ঞ নওয়াজ শরিফ। তিনবার পাক প্রধানমন্ত্রীর গদি সামলেছেন তিনি। পাকিস্তানের বর্তমান শাসক দল পাকিস্তান মুসলিম লীগ- নওয়াজ বা পিএমএলএন-এর প্রতিষ্ঠাতাও তিনি। বর্তমান পরিস্থিতিতে ভাইকে বিশেষ পরামর্শ দিলেন সেই নওয়াজ শরিফ। ভারতের সঙ্গে লড়াই করতে যাওয়াটা যে বুদ্ধিমানের কাজ হবে না, সে কথাই নাকি তিনি বুঝিয়েছেন শাহবাজকে।
গত রবিবার সন্ধ্যায় দেখা হয়েছিল নওয়াজ শরিফ ও শাহবাজ শরিফের। সেখানেই ওই ইস্যুতে কথা হয় দুজনের। বিশেষত সিন্ধু চুক্তি স্থগিত হওয়ার পর পাকিস্তান কী করবে, সে ব্যাপারে কথা বলেন তাঁরা। সংবাদসংস্থা সূত্রে খবর, শাহবাজ জানিয়েছেন, ভারতের জন্য পাক আকাশসীমা বন্ধ করে দেওয়া হয়েছে। যে কোনও আঘাতে পাকিস্তান যে প্রত্যাঘাত করতে প্রস্তুত, সে কথাও জানিয়েছেন শাহবাজ। কিন্তু এ সব শুনে নওয়াজ পরামর্শ দিয়েছেন, ভারতের বিরুদ্ধে কোনও আক্রমণাত্মক পদক্ষেপ না করাই ভাল। কূটনৈতিক স্তরে বিষয়টি মিটিয়ে নেওয়ার পরামর্শ দিয়েছেন নওয়াজ।