📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: ক্যানাডায় ফের গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের দলের দুষ্কৃতীদের গুলিতে নিহত ব্যবসায়ী। দর্শন সিং শশী (৬৮) নামে ওই ব্যবসায়ীকে সোমবার খুন করা হয়। খুনের দায় স্বীকার করেছে লরেন্স বিষ্ণোইয়ের গ্যাং। ক্যানাডা পুলিশ জানিয়েছে, ব্রিটিশ কলাম্বিয়ার অ্যাবোটসফোর্ড শহরে থাকতেন ব্যবসায়ী ছিলেন দর্শন সিং। টাউললাইন রোডে নিজের বাড়ির সামনেই তিনি গুলিবিদ্ধ হয়ে মারা যান। দর্শনের আদি বাড়ি পাঞ্জাবের লুধিয়ানা জেলার রাজগড় গ্রামে। ব্রিটিশ কলাম্বিয়ার পাঞ্জাবি সম্প্রদায়ের মধ্যে খুবই জনপ্রিয় ছিলেন ওই ব্যবসায়ী।
ভারতীয় ব্যবসায়ীকে গুলি করে হত্যা ক্যানাডায়, দায় স্বীকার বিষ্ণোই গ্যাংয়ের

