ভারতীয় বিমানের জন্য আকাশপথ বন্ধ রাখার খেসারত! কোটি কোটি টাকার ক্ষতির মুখে পাকিস্তান

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: ভারতের সঙ্গে শত্রুতা যে পাকিস্তানের কত বড় ‘গলার কাঁটা’ ফের তার প্রমাণ মিলল। জানা গেল, মাস দুয়েক ভারতের বিমানের জন্য নিজেদের আকাশপথ বন্ধ রাখার খেসারত ভালোই দিতে হয়েছে পড়শি দেশকে। ক্ষতির পরিমাণ ১২৭ কোটি টাকা। এই হিসেব দিয়েছে খোদ পাকিস্তানের জাতীয় সংসদ। তবে লোকসান সত্ত্বেও পাকিস্তান বিমানবন্দর কর্তৃপক্ষের সামগ্রিক রাজস্ব ২০১৯ সালে ৫,০৮,০০০ ডলার থেকে বেড়ে ২০২৫ সালে ৭,৬০,০০০ ডলারে দাঁড়িয়েছে বলেই দাবি।