ভারতীয় দলের জন্য ১২৫ কোটি টাকা পুরস্কার ঘোষণা বিসিসিআইয়ের


📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story:  বার্বাডোজে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ ঘরে তুলেছে ভারত। এরপরেই রোহিত শর্মা, বিরাট কোহলিদের জন্য বিশেষ আর্থিক পুরস্কারের ঘোষণা করল ভারতীয় ক্রিকেট বোর্ড।জানা গিয়েছে, বিসিসিআইয়ের তরফে ১২৫ কোটি টাকা পুরস্কার দেওয়া হবে ভারতীয় দলকে। এক সোশ্যাল মিডিয়া পোস্টে বোর্ড সচিব জয় শাহ্ এই ঘোষণা করে ভারতীয় দলকে অভিনন্দন জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী ভারতীয় দলকে অভিনন্দন জানিয়ে বলেছেন, ‘দেশ তাদের জন্য গর্বিত’।

error: Content is protected !!