ভারতীয় জাদুঘরে বাংলাদেশি অভিনেত্রীর মিউজিক ভিডিও উদ্বোধনী অনুষ্ঠান ! কেন্দ্রীয় সরকারের দপ্তর নিয়ে প্রশ্ন তুললেন তৃণমূল নেত্রী জুঁই বিশ্বাস

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: কলকাতার ভারতীয় জাদুঘরে (Indian Museum) বাংলাদেশের অভিনেত্রী জয়া আহসান অভিনীত একটি মিউজিক অ্যালবাম লঞ্চকে কেন্দ্র করে বিতর্ক দানা বেঁধেছে। এ নিয়ে সরব হয়েছেন পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস নেত্রী জুঁই বিশ্বাস।

তিনি স্পষ্ট ভাষায় বলেন, “বাংলাদেশে আজও ভারতীয় অভিনেত্রীদের যথাযথ সম্মান ও সুযোগ নেই, সেখানে কেন্দ্রীয় সরকারের সংস্কৃতি দপ্তর থেকে সেই বাংলাদেশের শিল্পীকে ‘রেড কার্পেট’ দিয়ে স্বাগত জানানো হচ্ছে। এটা শুধু বাঙালি আবেগ নয়, জাতীয় গর্বকেও আঘাত করা।”

একজন সাধারণ নাগরিকের অবস্থান থেকে প্রশ্ন তুলে তিনি বলেন, “পশ্চিমবঙ্গের শিল্পীরা কি জেগে ঘুমাচ্ছেন? আমাদের দেশের অভিনেতা, সঙ্গীতশিল্পী, টেকনিশিয়ানরা বাংলাদেশে গিয়ে কাজ করতে পারেন না, তাদের অনেকে হয়রানির শিকার হচ্ছেন, এমনকি কেউ কেউ জেলবন্দী হচ্ছেন। অথচ সেই বাংলাদেশের শিল্পীকে ভারতীয় জাদুঘরের মতো ঐতিহাসিক স্থানে সিনেমা প্রচারের সুযোগ করে দেওয়া হচ্ছে। এটি কতটা যুক্তিসঙ্গত?”

error: Content is protected !!