নিজস্ব সংবাদদাতা, Todays Story: ভাটপাড়া পুরসভার পাশে ইদ উতসবে পার্থ ভৌমিক উপস্থিত হতেই দলিয় কর্মিরা তাকে অর্জুন সিং এর নামে জিন্দাবাদ ধ্বনি দিতে থাকে।আর অর্জুন সিং এর ধ্বনি শুনে চরম অসস্তিতে পরে যান পার্থ ভৌমিক।পরে ভুল বুঝে অবশ্য শ্লোগান ঠিক ঠাক করে নেয় দলিয় কর্মিরা।তবে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন ভাটপাড়া পৌরসভার ভাইস চেয়ারম্যান দেব্জ্যোতি ঘোষ। তিনি বলেন ভুল করে শ্লোগান দিয়ে ফেলেছে এক দলীয় কর্মি।
ভাটপাড়ায় পার্থ ভৌমিক কে এর ইদের অনুষ্ঠানে অর্জুন সিংহের নামে শ্লোগান
