📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: নিয়ন্ত্রণ হারিয়ে রেড রোডের কংক্রিটের রেলিং ভাঙল ট্রাক। সোমবার সকালে একটি ট্রাক রেড রোডের ধারের কংক্রিটের রেলিং ভেঙে ঢুকে যায়। দুর্ঘটনায় জখম হয়েছেন লরির চালক। তাঁকে উদ্ধার করে SSKM হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। বিআর আম্বেদকর মূর্তির কাছেই ঘটেছে এই ঘটনা।
ভয়াবহ দুর্ঘটনা রেড রোডে, কংক্রিটের রেলিংয়ে ধাক্কা ট্রাকের

